২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চিপ তৈরিতে গুগল-স্যামসাং জোট

চিপ তৈরিতে গুগল-স্যামসাং জোট -


দ্বিতীয় প্রজন্মের টেনসর চিপ তৈরিতে গুগলের সাথে কাজ করার কথা জানিয়েছে স্যামসাং। গুগলের পিক্সেল ৭ ও ৭ প্রোতে এ প্রসেসর ব্যবহার করা হবে বলে প্রতিবেদন সূত্রে জানা গেছে। চলতি বছরের শেষে নতুন পিক্সেল ডিভাইস বাজারে আসতে পারে। টেনসর-২ চিপসেট তৈরিতে গুগলের সাথে কাজ করবে স্যামসাং। গুগলের দ্বিতীয় প্রজন্মের টেনসর চিপ তৈরিতে ৪ ন্যানোমিটার প্রসেস নোড ব্যবহারের কথা জানিয়েছে স্যামসাং। অক্টোবরের দিকে এ চিপ-সংবলিত পিক্সেল-৭ সিরিজ বাজারে আসার কথা রয়েছে।
পিক্সেল-৬ সিরিজের স্মার্টফোনে ব্যবহৃত প্রথম প্রজন্মের টেনসর চিপও স্যামসাং তৈরি করেছে। পিক্সেল-৬ এ-তেও এটি ব্যবহার করা হবে। জুলাইয়ে স্মার্টফোনটি বাজারজাত করা হবে। আগের চিপটি ৫ ন্যানোমিটার প্রসেস নোডে তৈরি করা হয়েছিল। প্রতিবেদনে আরো বলা হয়, নতুন চিপটি প্যানেল লেভেল প্যাকেজিং (পিএলপি) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তৈরি করা হবে। পিএলপি এমন একটি প্যাকেজিং পদ্ধতি, যেখানে ওয়াফার থেকে কাটা চিপগুলো একটি আয়তক্ষেত্রাকার প্যানেলে রাখা হয়। মূলত খরচ কমাতে ও উৎপাদনশীলতা বাড়াতেই এ প্রযুক্তি ব্যবহার করা হয়। স্যামসাং এরই মধ্যে গুগলকে ডির্যাম ও ন্যান্ড ফ্ল্যাশ যন্ত্রাংশ সরবরাহ করেছে। পাশাপাশি ওয়োমোর স্ব-চালিত গাড়ির জন্য চিপসেটও দিয়েছে।


আরো সংবাদ



premium cement

সকল